ওপেনবাংলা কিবোর্ড ১.৫.১ - প্রকাশিত!

ওপেনবাংলা কিবোর্ডের এই নতুন সংস্করণ একটি রক্ষণাবেক্ষণমূলক বা “maintenance release”, তাই এই সংস্করণে মূলত বাগ ফিক্সকে গুরুত্ব দেয়া হয়েছে।

ওপেনবাংলা কিবোর্ডের নতুন ইন্সটলেশনের পর কিছু ক্ষেত্রে অভ্র ফনেটিক মোডে লেখার সময় সাজেশন কাজ করত না। এ বাগটি সমাধান করা হয়েছে।

বিভিন্ন লিনাক্স ডেস্কটপ এনভাইরনমেন্ট ভেদে ওপেনবাংলা কিবোর্ডের ডায়ালগ বক্স গুলো অসামঞ্জস্যপূর্ণ ছিল। সেক্ষেত্রে ডায়ালগ বক্স গুলোতে পরিবর্তন আনা হয়েছে

ওপেনবাংলা কিবোর্ডের নতুন সংস্করণের সব পরিবর্তন জানতে চেঞ্জলগ দেখুন

ইন্সটলেশন

ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করা কিংবা আপডেট করা এখন আরও সহজ! আমরা একটি হেল্পার স্ক্রিপ্ট তৈরি করেছি যেটা ব্যবহারকারীর লিনাক্স ডিস্ট্রিবিউশন অনুযায়ী ওপেনবাংলা কিবোর্ডের প্যাকেজ ডাউনলোড করে সিস্টেমে ইন্সটল বা আপডেট করে দিবে। তাই ইন্সটল বা আপডেট করতে এখন শুধু টার্মিনালে এই লাইনটি পেস্ট করতে হবে:

bash -c "$(wget -q https://raw.githubusercontent.com/OpenBangla/OpenBangla-Keyboard/master/tools/install.sh -O -)"

ইন্সটলেশন শেষ হলে ব্যবহারকারীকে লগআউট করে তার ডেক্সটপ এনভাইরনমেন্ট কনফিগার করতে হবে

যদি এই স্ক্রিপ্ট ইন্সটল করতে ব্যর্থ হয় তবে উইকি ভিজিট করুন

এই সংস্করণে যারা কন্ট্রিবিউট করেছেন