ওপেনবাংলা কিবোর্ড ১.৫.০ - প্রকাশিত!

ওপেনবাংলা কিবোর্ডের ১.৫.০ সংস্করণ আপনাদের কাছে এনে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ওপেনবাংলা কিবোর্ডের এই সংস্করণে যেমন নতুন বৈশিষ্ট্য রয়েছে তেমনি ত্রুটির সমাধানও রয়েছে।

এবারের সংস্করণে ফনেটিক সাজেশনের দিকে নজর দেয়া হয়েছে। সাজেশন তৈরির কোড একটু নতুন করে সাজানো হয়েছে ফলে কোন কোন ক্ষেত্রে স্পীডআপ পাওয়া যেতে পারে। সাজেশন তৈরির গতি বৃদ্ধির ক্ষেত্রে আমার কাজ করার ইচ্ছা আছে, কিন্তু সেক্ষেত্রে অনেক কিছু নিয়ে ঘাটতে হবে। তাই এই সংস্করণে সেটা উপহার দেয়া সম্ভব হল না।

এখন সাজেশনের ক্ষেত্রে অটোকারেক্ট সাজেশনকে বেশী গুরুত্ব দেয়া হবে। ফলে এখন থেকে সাজেশন লিস্টের প্রথম আইটেমটি হবে অটোকারেক্ট সাজেশন।

ওপেনবাংলা কিবোর্ড প্রথম থেকেই ব্যবহারকারীর সিলেক্ট করা সাজেশন সেভ করে রাখে এবং পরবর্তীতে সেই সাজেশনটাই সিলেক্টেড হিসেবে দেখায়। কিন্তু এই সাজেশন সেভ করার ব্যপারে একটা সীমাবদ্ধতা ছিল: ব্যবহারকারী একবারের বেশী একটি নির্দিষ্ট ইনপুটের জন্য ভিন্ন সাজেশন সেভ করতে পারতেন না। এবারের সংস্করণে এই সীমাবদ্ধতা আর নেই। তাই ব্যবহারকারীর পক্ষে একটি নির্দিষ্ট ইনপুটের জন্য প্রতিবার ভিন্ন ভিন্ন সাজেশন সেভ করা সম্ভব হবে।

ওপেনবাংলা কিবোর্ডের মাধ্যমে অভ্র ফনেটিক এর পাশাপাশি বিভিন্ন ফিক্সড কিবোর্ড লেআউট যেমন জাতীয়, প্রভাত ইত্যাদি লেআউট ব্যবহার করে বাংলা লেখা যায়। এসব ফিক্সড কিবোর্ড লেআউটগুলোতে বিশেষ কিছু বাংলা অক্ষর লিখতে কিবোর্ডের AltGr(Ctrl + Alt) এবং ShiftAltGr(Shift + Ctrl + Alt) লেয়ার ব্যবহার করতে হয়। ওপেনবাংলা কিবোর্ডের পূর্ববর্তী সংস্করণগুলোতে ত্রুটি থাকার কারণে এই দুটো লেয়ারে টাইপ করা সম্ভব হত না। এই সংস্করণে সেই ত্রুটির সমাধান করা হয়েছে। ওপেনবাংলা কিবোর্ডে প্রথম থেকেই লেআউট ভিউয়ার বৈশিষ্ট্যটি রয়েছে যার মাধ্যমে সহজেই লেআউটের AltGr এবং ShiftAltGr এর অক্ষরগুলো দেখে নেয়া সম্ভব:

ওপেনবাংলা কিবোর্ডের এই সংস্করণের নতুন যোগ হল ভিন্ন কিবোর্ডের মাধ্যমে লেখার সক্ষমতা। এখানে কিবোর্ড বলতে আমি “physical keyboard” কে বোঝাচ্ছি। বাংলাদেশে আমরা মূলত US Qwerty Keyboard ব্যবহার করি যা সংক্ষেপে English US কিবোর্ড নামে পরিচিত। স্বভাবতই ওপেনবাংলা কিবোর্ড সম্পূর্ণরূপে English US কিবোর্ডের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে যেমন ফ্রান্স, জার্মানিতে তাদের নিজস্ব ভিন্ন ভিন্ন কিবোর্ড ব্যবহৃত হয়। ফলে সেসব ভিন্ন কিবোর্ড দিয়ে বাংলা লিখতে গেলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হত। তাই ওপেনবাংলা কিবোর্ডের এই সংস্করণে ভিন্ন কিবোর্ডের মাধ্যমে লেখার সক্ষমতা যুক্ত হয়েছে। এই বৈশিষ্ট্যটি একটি experimental feature তাই ব্যবহারকারী যদি কোন ত্রুটির সম্মুখীন হন, তবে সেটি গিটহাবে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হল।

সেটিংস্‌ ডায়লগ বক্সে একটি নতুন অপশন Automatically check for updates যুক্ত হয়েছে। এই অপশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপডেট চেকিং বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা যাবে।

ওপেনবাংলা কিবোর্ডের নতুন সংস্করণের সব পরিবর্তন জানতে চেঞ্জলগ দেখুন

ইন্সটলেশন

ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করা কিংবা আপডেট করা এখন আরও সহজ! আমরা একটি হেল্পার স্ক্রিপ্ট তৈরি করেছি যেটা ব্যবহারকারীর লিনাক্স ডিস্ট্রিবিউশন অনুযায়ী ওপেনবাংলা কিবোর্ডের প্যাকেজ ডাউনলোড করে সিস্টেমে ইন্সটল বা আপডেট করে দিবে। তাই ইন্সটল বা আপডেট করতে এখন শুধু টার্মিনালে এই লাইনটি পেস্ট করতে হবে:

bash -c "$(wget -q https://raw.githubusercontent.com/OpenBangla/OpenBangla-Keyboard/master/tools/install.sh -O -)"

ইন্সটলেশন শেষ হলে ব্যবহারকারীকে লগআউট করে তার ডেক্সটপ এনভাইরনমেন্ট কনফিগার করতে হবে

যদি এই স্ক্রিপ্ট ইন্সটল করতে ব্যর্থ হয় তবে উইকি ভিজিট করুন

এই সংস্করণে যারা কন্ট্রিবিউট করেছেন