ওপেনবাংলা কিবোর্ড ১.৩.০ - প্রকাশিত!
বাংলা নববর্ষে আপনাদের কাছে ওপেনবাংলা কিবোর্ডের নতুন সংস্করণ উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত। এই সংস্করণের নাম দেয়া হয়েছে বৈশাখী। যদিও ওপেনবাংলা কীবোর্ডের এই নতুন সংস্করণ প্রকাশ করতে আমার একটু বেশীই দেরি হয়ে গিয়েছে, কিন্তু নতুন বৎসরে এটা আপনাদের কাছে এনে দিতে পেরে আমার কিন্তু খুশি কম হচ্ছে না! চলুন চট করে দেখে নেয়া যাক এই নতুন সংস্করণে কি থাকছে :smile:
ওপেনবাংলা কিবোর্ডের এই সংস্করণে যুক্ত হয়েছে অটো কারেক্ট সাজেশন এডিট করার সুবিধা। যারা অভ্র ফনেটিক ব্যবহার করে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অভ্র কীবোর্ডের মত ওপেনবাংলা কীবোর্ডও facebook
, download
ইত্যাদি প্রায়শ ব্যবহৃত ইংরেজি শব্দগুলো ইংরেজি বানানে লিখলে স্বয়ংক্রিয়ভাবেই তা বাংলায় ফেসবুক
, ডাউনলোড
প্রভৃতি বানানে রূপান্তর করে থাকে। এটিই হল অটো কারেক্ট সাজেশন।
এখন সহজেই ব্যবহারকারী নিজের ইচ্ছেমত অটো কারেক্ট সাজেশন এডিট করতে পারবেন।
ওপেনবাংলা কিবোর্ডের সেটিংস্ ডায়লগ বক্স একটু নতুন করে সাজানো হয়েছে। সেটিংস্ এ নতুন একটি অপশন Show Preview window in Phonetic mode
যুক্ত হয়েছে।
এই অপশন ফনেটিক মোডে লেখার সময় প্রিভিউ উইন্ডো ও সাজেশন দেখানো কে নিয়ন্ত্রণ করে। এই অপশন Off
থাকলে ওপেনবাংলা কীবোর্ড অভ্র ফনেটিকে লেখার সময় প্রিভিউ উইন্ডো ও সাজেশন দেখাবে না।
ওপেনবাংলা কিবোর্ড প্রথম থেকেই অভ্র কীবোর্ডের লেআউট কনভার্ট করে ব্যবহার করতে পারে। এই সংস্করণে কনভার্সন কোড নতুন করে লেখা হয়েছে। এখন কনভার্ট করতে গেলে কোন সমস্যা হলে ওপেনবাংলা কিবোর্ড সরাসরি ব্যবহারকারীকে জানাবে। যেমন অভ্রের কোন পুরনো লেআউট ইন্সটল করতে দিলেঃ
ওপেনবাংলা কিবোর্ড সাথে সাথে জানাবে যে সেই লেঅউট কনভার্টের যোগ্য নয়।
ওপেনবাংলা কিবোর্ডের টপবারের আয়তন আগের চেয়ে একটু ছোট করা হয়েছে এবং টপবার যেন সবসময় ফ্লোটিং উইন্ডো(floating window) হিসেবে থাকে তা নিশ্চিত করা হয়েছে। এই প্যাচটি পাঠিয়েছেন Ahmad Hasan Mubashshir।
Adyel Ullahil Mamun ওপেনবাংলা কিবোর্ডের উইকি নিয়ে কাজ করেছেন। তাই নতুন উইকি কিন্তু দেখতে ভুলবেন না!
আর এই সংস্করণের সবচেয়ে বড় ফিচার হলঃ এখন ব্যবহারকারীরা ওপেনবাংলা কিবোর্ড তাদের ডিস্ট্রোর প্যাকেজ ম্যানেজার এর মাধ্যমে ইন্সটল করতে পারবেন। ওপেনবাংলা কিবোর্ডের এই সংস্করণ Deb
ও RPM
উভয় প্যাকেজ হিসেবে পাওয়া যাবে।
ইন্সটলেশন
উবুন্টু
ব্যবহারকারীরা উবুন্টু বা ডেবিয়ান বেসড যেকোন সিস্টেমে সহজেই ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করতে পারবেন। রিলিজ পেইজ থেকে deb
প্যাকেজ ডাউনলোড করে তা সফটওয়্যার ইন্সটলারের মাধ্যমে বা নিম্নের কমান্ডের মাধ্যমে ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করতে হবে।
$ sudo apt install ./path/to/OpenBanglaKeyboard/package.deb
বিস্তারিত জানতে উইকি ভিজিট করুন।
ফেডোরা
ব্যবহারকারীরা ফেডোরা বা ফেডোরা বেসড যেকোন সিস্টেমে সহজেই ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করতে পারবেন। রিলিজ পেইজ থেকে rpm
প্যাকেজ ডাউনলোড করে তা সফটওয়্যার ইন্সটলারের মাধ্যমে বা নিম্নের কমান্ডের মাধ্যমে ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করতে হবে।
$ sudo dnf install ./path/to/OpenBanglaKeyboard/package.rpm
বিস্তারিত জানতে উইকি ভিজিট করুন।
এছাড়াও ওপেনবাংলা কিবোর্ডের Deb
ও RPM
প্যাকেজ এখানে পাবেন।
ওপেনবাংলা কিবোর্ডের নতুন সংস্করণের সব পরিবর্তন জানতে চেঞ্জলগ দেখুন।
ওপেনবাংলা কিবোর্ডের সকল ব্যবহারকারীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ :tada: :tada:!
অনিবার্য কারণে আমরা packagecloud.io এর মাধ্যমে ইন্সটলেশন সুবিধাটি বন্ধ করতে বাধ্য হয়েছি। তাই ব্যবহারকারীদের উপরে বর্ণিত নিয়মে ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করতে হবে।